0 Items

### *ওয়েবসাইটের শর্তাবলী (Terms and Conditions)
*প্রযোজ্য:* শাইন এন্ড শিমার (যে ওয়েবসাইটে মহিলাদের ব্যাগ, হিজাব পন, ইয়ার রিং এবং অন্যান্য পণ্য বিক্রি হয়) ####
*১. সাধারণ শর্তাবলী* - এই ওয়েবসাইটটি ব্যবহার করার মাধ্যমে আপনি আমাদের "শর্তাবলী ও নীতিমালা" মেনে নিচ্ছেন বলে ধরে নেওয়া হবে। - আমাদের পণ্য ও সেবা শুধুমাত্র ব্যক্তিগত ব্যবহারের জন্য, বাণিজ্যিক পুনর্বিক্রয়ের জন্য নয়। - আমরা যেকোনো সময় এই শর্তাবলী পরিবর্তন করার অধিকার রাখি, তাই নিয়মিত চেক করুন। ####
*২. অর্ডার ও পেমেন্ট* - অর্ডার দেওয়ার পর পেমেন্ট সম্পন্ন না হলে অর্ডার বাতিল করা হতে পারে। - আমরা *বিকাশ, নগদ, ব্যাংক ট্রান্সফার, কার্ড পেমেন্ট* ইত্যাদি গ্রহণ করি। - পেমেন্টের পর *অর্ডার কনফার্মেশন* ইমেইল/SMS-এ পাঠানো হবে। ####
*৩. ডেলিভারি ও রিটার্ন পলিসি* - ঢাকার ভিতরে *১-৩ কার্যদিবস, অন্যান্য জেলায় **৩-৭ কার্যদিবস* সময় লাগতে পারে। - পণ্য ড্যামেজ বা ভুল পণ্য পেলে *২৪ ঘন্টার মধ্যে* আমাদের জানান। - রিটার্ন/রিফান্ডের জন্য পণ্য অপরিবর্তিত অবস্থায় ফেরত দিতে হবে। ####
*৪. প্রাইভেসি পলিসি* - আপনার দেওয়া তথ্য (নাম, ঠিকানা, ফোন নম্বর) শুধুমাত্র অর্ডার প্রসেসিং ও ডেলিভারির জন্য ব্যবহার করা হবে। - আমরা আপনার ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের সাথে শেয়ার করব না। ####
*৫. দায়বদ্ধতা সীমাবদ্ধতা* - পণ্যের ছবি ও রিয়েল পণ্যের মধ্যে সামান্য পার্থক্য থাকতে পারে (রঙ, সাইজ ইত্যাদি)। - প্রাকৃতিক দুর্যোগ, পরিবহন সমস্যা বা অন্যান্য অপ্রত্যাশিত কারণে ডেলিভারি বিলম্বিত হতে পারে। ####
*৬. কপিরাইট ও ট্রেডমার্ক* - এই ওয়েবসাইটের সকল কন্টেন্ট, লোগো, ডিজাইন আমাদের মালিকানাধীন। বিনা অনুমতিতে ব্যবহার নিষিদ্ধ। ####
*৭. যোগাযোগ* - কোনো প্রশ্ন বা অভিযোগ থাকলে যোগাযোগ করুন: - ইমেইল: [email protected] - ফোন: ০১৮২৯ ৩৩ ৫৫ ৭৭   - ঠিকানা: উত্তরা, ঢাকা।
*ধন্যবাদান্তে,* শাইন এন্ড শিমার ---